স্টারলিংক বাংলাদেশে এলে কি উপকার হবে জেনে নিন

আধুনিক বিশ্ব প্রযুক্তি নির্ভর অর্থাৎ কম্পিউটারের উপর ভিত্তি করে এতটাই এগিয়ে গেছে যে, তথ্য প্রযুক্তির স্তরে আপডেট না হওয়া যে কোন জাতি অর্থাৎ বর্তমান আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যদি কোন জাতি না চলতে পারে তাহলে তারা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করতে পারে না।

স্টারলিংক-বাংলাদেশে-এলে-কি-উপকার-হবে-জেনে-নিন

বর্তমান বিশ্বে কোন জাতি ইন্টারনেট ছাড়া কোন ভাবেই আধুনিক বা স্মার্ট হতে পারবেনা। তাই বাংলাদেশের উন্নত প্রেক্ষাপট করতে চাইলে এই যাত্রায় আরো দ্রুততার সঙ্গে কাজ চালানো সম্ভব হবে এলন মাস্ক কর্তৃক ইন্টারনেট ব্যবসা স্টার লিংক এর সাহায্যে।


স্টারলিংক বাংলাদেশের এলে কি উপকার হবে

স্টার লিংক বাংলাদেশে এলে কি উপকার হবে এ প্রশ্নটি করা হলে অনেক উত্তরে সামনে ভেসে আসে। কেননা বর্তমান বাংলাদেশে স্টার লিংক আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এক বিশাল উন্নতি ঘটবে। কারণ বর্তমান বিশ্বে ইন্টারনেটের দ্বারা ফ্রিল্যান্সিং সহ নানা রকম কর্মক্ষেত্রের কাজ করা হয়। তেমনি ভাবে বাংলাদেশেও একই পন্থা রয়েছে। তাই কাজের গতি বাড়াতে বা ইন্টারনেট সংযোগের মাধ্যমে ঠিকঠাকভাবে সব কাজ সম্পন্ন হতে স্টারলিংক বিরাট ভূমিকা রাখবে। স্টারলিংক দেশের বিভিন্ন বড় বড় ক্ষেত্রে তো উপকার করবেই সেই সাথে যেখানটাই ইন্টারনেট সংযোগ অবহেলিত বা দেশের যেসব অঞ্চলে এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ এর ঘাটতি রয়েছে সেই সব অঞ্চলের জন্য স্টারলিংক বিরাট ভূমিকা পালন করবে। 

প্রত্যন্ত অঞ্চলে দ্রুত দ্রুতগতির ইন্টারনেট হবে।স্টার লিংক দুর্গম এলাকা, অর্থাৎ যেখানে মোবাইল নেটওয়ার্ক রয়েছে শুধুমাত্র সেসব অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিবে। সেক্ষেত্রে সেইসব অঞ্চলের মানুষজন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে। যদিও স্টার লিংক এর খরচ বর্তমান ওয়াইফাই ইন্টারনেট সংযোগের তুলনায় একটু বেশি তবুও এই স্টালিংক অনেকের জন্য ইন্টারনেট ব্যবহার এর সুযোগ বাড়াবে। এরকম ইন্টারনেট সংযোগ ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং অনলাইনে যারা ইনকাম বা ব্যবসা করে থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে স্টার লিংক তাদের অধিক উপকার করবে। স্টার লিংক শক্তিশালী প্ল্যাটফর্ম সরবরাহ করতে সক্ষম এবং এই বিষয়টি অনলাইনে কাজ করা মানুষদের জন্য খুবই সুবিধা জনক হয়ে উঠবে। যেকোনো দুর্যোগ এর সময়ও এই ইন্টারনেট সংযোগের কোন ব্যাঘাত ঘটবে না। সে যেকোনো দুর্যোগই হোক না কেন। 

বর্তমান বাংলাদেশ ইন্টারনেট সংযোগের অবস্থা কেমন 

আরো পড়ুন : বাংলাদেশের অর্থনীতিতে তাঁত ও রেশম শিল্পের গুরুত্ব

বর্তমান বাংলাদেশে প্রচুর ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রায় সকল নাগরিকই ইন্টারনেট ব্যবহার করে থাকে। ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেলেও এই ইন্টারনেট সংযোগে রয়েছে প্রচুর সমস্যা। কেননা এখনো দেখা যায় যেকোনো প্রতিষ্ঠানের বাজে কেউ বড় কোন প্ল্যাটফর্মে কাজ করতে নিলে প্রায় প্রায় ইন্টারনেট সংযোগের সমস্যায় পড়তে হয়। আবার অল্প পরিমাণ ঝড় বৃষ্টি হলেও দেখা যায় অনেক সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকে। তাই স্টারলিঙ্ক বাংলাদেশে এলে কি উপকার হবে এ বিষয়ে আমরা ইতিমধ্যেই ধারনা পেয়ে যাচ্ছি।দেশের অপটিক্যাল ফাইবার বা ইন্টারনেটের যেকোনো অফিসে কোন ঝামেলা হলেই বা ত্রুটি হলেই সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়। 

 আবার মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামগুলি এখনো দুর্বল। কেননা পর্যাপ্ত ইন্টারনেট টাওয়ার কিংবা সংযোগের কোন ব্যবস্থাপনা সেই সকল অঞ্চলের দিকে খুবই কম। তাই এখনো বিভিন্ন গ্রামগুলোতে ইন্টারনেট ব্যবহারকারি বৃদ্ধি হলেও রয়েছে ইন্টারনেটের নানান সমস্যা। এছাড়া দেশের সকল সিম কোম্পানির মাধ্যমে মোবাইল ইন্টারনেট গুলো খুবই এই বহুল এবং অবিশ্বস্ত। দেশের সবখানেই ইন্টারনেটের গতি নিয়ে অভিযোগ শুনতেই হয়। যেমন যেসব জায়গায় বিভিন্ন অফিস বা কোম্পানি থেকে ওয়াইফাই সংযোগ দেওয়া হয় বিভিন্ন বাড়িতে, সেখান থেকে প্রতিনিয়তই ইন্টারনেট সংযোগের নানান অভিযোগ এসেই থাকে।দেশের বিভিন্ন শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সাররা নিরবিচ্ছিন্ন অর্থাৎ ত্রুটিহীন ইন্টারনেট চেয়ে থাকে। যা বর্তমান বাংলাদেশের ইন্টারনেট সংযোগের দ্বারা সম্ভব নয়। তাই এটি একটি বিরাট সমস্যা ধরা যায়। 

বাংলাদেশের গ্রাম অঞ্চলে ইন্টারনেট বিপ্লব 

বাংলাদেশের ইন্টারনেট সংযোগ সারা দেশের শহরে যদিও বা একটু ভালো সার্ভিস দিয়ে থাকে। তবে গ্রামাঞ্চলের দিকে ইন্টারনেটের বিপ্লব অনেক বেশি। বাংলাদেশ এর কিছু প্রত্যন্ত অঞ্চল যেমন চর, হাওর, পার্বত্য এলাকা, সুন্দরবন উপকূল এমন অনেক স্থান রয়েছে যেখানে বাংলাদেশের ডিজিটাল কাঠামো সেবা পৌঁছায়নি বা এখনো ডিজিটাল কাঠামো থেকে দূরে। কেননা এসব অঞ্চল গুলোতে টাওয়ার বসানো কিংবা ফাইবার এর কেবল টানা খুবই খরচ পূর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই সকল গুরুতর সমস্যা স্টার লিংক খুব সহজেই সমাধান করতে পারে। এইরকম সীমাবদ্ধতা দূর করতে পারে একলাফে।ভৌগোলিকভাবে বাংলাদেশ প্রচুর বহুজাতিক।

এটি দেশের হাওয়ার হোক বা নদীমাতৃক চর,আবার পাহাড়ি এলাকা হোক বা এমনকি উপকূলীয় গ্রাম বা সেন্টমার্টিন এর মতো দ্বীপ যেখানে বসবাস করা শহরে বসবাস করার মতো সহজ নয়। সেই সকল অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের অপেক্ষা করা হয় ডিজিটাল সংযোগ বা ইন্টারনেটের ক্ষেত্রে।যখন কোন ছাত্র পাহাড়ি বা পার্বত্য কোন অঞ্চলে কিংবা গ্রামের দিকে কোন স্কুল যায় তখন শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা খুবই কষ্ট হয়ে যায়। আবার কোন একজন কৃষক চরে তার জীবন যাপন করে, তখন ইন্টারনেট ব্যবহার করা কার কাছে এখনো স্বপ্নের মত।

কেননা এ সকল জায়গায় বা এই ধরনের জায়গাতে মোবাইল টাওয়ার স্থাপনা করা খুবই বিপদজনক এবং অতিরিক্ত খরচ পূর্ণ। আবার দেখা যায় এই সকল বেশিরভাগ অঞ্চলে এখনো সম্পূর্ণরূপে বিদ্যুৎ স্থাপন হয়নি। ফাইবার অপটিক্যাবল গুলিও কার্যত বা এক্সেস যোগ্য নয়।। এ সকল কারণে সেখানে ইন্টারনেট ব্যবহার স্বপ্নের মতো।তবে এই সকল ইন্টারনেটের জন্য অযোগ্য পূর্ণ স্থান গুলোতেই স্টারলিং হতে পারে গেম চেঞ্জার এর মতো একটি বিষয়। কারণ স্টারলিং কেয়ার এর সব থেকে বড় শক্তি এর দিক হলো তার এবং টাওয়ার যেকোনোটিই ব্যবহার করা ছাড়াই ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম। কেননা এই স্টার লিংক সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রদান করে থাকে। এ জন্যই তার এবং টাওয়ার ব্যবহার করা ছাড়াই ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব হয়। 

স্টারলিংক এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিশাল পরিবর্তন 

আরো পড়ুন : গ্যাস্ট্রিকের ব্যথা কোথায় কোথায় হয়

স্টারলিংক বাংলাদেশে এলে কি উপকার হবে,এর উত্তরে বিশাল একটি উদাহরণ দেওয়া যায়। কি হলো, শিক্ষা ক্ষেত্রে বিশাল পরিবর্তন। বাংলা স্যার অনেক শিক্ষার্থীরা যখন অনলাইনে কোর্স করছে অর্থাৎ শহরের স্টুডেন্টের কথা বলা হচ্ছে। তারা যখন পড়ালেখা বিষয়ক নানান রকম সমস্যা এর ইউটিউব থেকে সমাধান পাচ্ছে ও ইউটিউবে বিভিন্ন বিষয় শিখে ইচ্ছে গুলো ডাউনলোড করছে এবং অফলাইন এর পরিবর্তে অনলাইন লাইব্রেরী ব্যবহার করছে। অন্যদিকে ঠিক তখনও স্কুলের সকল শিক্ষার্থী এসব কিছু থেকে বঞ্চিত হয়ে আসছে। তারা শুধুমাত্র শিখার ক্ষেত্রে বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। প্রযুক্তির এই একপাক্ষিক পরিসেবা শুধুমাত্র দেশের অন্যান্য গতি কমে আনা নয়, বরং সামাজিক ভারসাম্য নষ্ট করে সেই সাথে দ্রুত গতির সাথে জাতির বা দেশের অন্যদের হওয়া ব্যাঘাত ঘটাচ্ছে।

 তবে স্টারলিংক গ্রাম বা প্রত্যন্ত সকল অঞ্চলে অবস্থিত যেকোনো স্কুলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ তৈরি করতে সক্ষম হবে। যদি সেই সকল স্কুলগুলোর আর্থিকভাবে স্টারলিংক ব্যবহার সম্ভব হয়। তারপর একটি অনলাইন লাইব্রেরী স্থাপন করা সম্ভব হবে। আর সেখানে যে সকল শিক্ষার্থীর কাছে বই থাকবে না অথবা বই নেই তাহলে তারা ইচ্ছা করলেই ই-বুক বা ইউটিউব এর বিভিন্ন ভিডিওর টিউটোরিয়াল ব্যবহার করতে পেরে বই থেকে শেখার চাহিদা মেটাতে পারে।গুগল ক্লাসরুম,ইউটিউব বা জুম এগুলো ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন শিক্ষকরা গ্রামে থাকা সেই সকল শিক্ষার্থীদের ভার্চুয়াল পাঁঠার মাধ্যমে ঘরে বসেই শিক্ষা দিতে পারবে এবং শিক্ষার্থীরা অনলাইনেই শিক্ষা গ্রহণ করতে পারবে। 

দূর থেকে এই শিক্ষা দেওয়া না শিক্ষক গ্রহণ করা এবং টেলি শিক্ষা সহজ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় ক্লাস হবে এবং কি জাতীয় অধ্যাপকদের বক্তৃতা থাকবে সেই সাথে দেশের বাইরের বিদেশি কোর্সের ভিডিও থাকবে,এই সকল কিছুই গ্রামে বা পার্বত্য যেকোনো অঞ্চলে বসেই শিখা সম্ভব হবে স্টার লিংক এর মাধ্যমে। স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি যার সবকিছুই সব মানুষের জন্য প্রযুক্তি দ্বারা সমর্থিত, মান সম্মত শিক্ষা তৈরির জন্য সমন্বয় সাধন করে। এই স্মার্ট শিক্ষা শুধুমাত্র স্টারলিংক এর মাধ্যমেই সম্ভব। স্টার লিংক এই সকল লক্ষ্যগুলো অর্জনে অধিক সাহায্য করতে পারে এবং এটি শিক্ষা ব্যবস্থায় ত্রুটিহীন নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করে থাকবে। তাছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদেরও স্মার্ট ও ডিজিটাল দক্ষতা বাড়বে বা বৃদ্ধি পাবে। 

কিভাবে স্টারলিংক  হবে ফ্রিল্যান্সার দের নতুন দিগন্ত 

কিভাবে-স্টারলিংক-হবে-ফ্রিল্যান্সার-দের-নতুন-দিগন্ত


বাংলাদেশে লাখ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। যারা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। আজকাল ফ্রিল্যান্সিং বাংলাদেশ বা সারা বিশ্বে শুধুমাত্র একটি পেশা নয়। এটি একটি নির্ভরযোগ্য অর্থ গ্রহণের বন্ধ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমানে প্রায় ৮ লক্ষের মতো ফ্রিল্যান্সার রয়েছে যারা বিদেশী ভিন্ন ভিন্ন গ্রাহক বা ক্লায়েন্টের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু এইরকম চমৎকার টাকা ইনকামের সাইট বা পদ্ধতিতে সবথেকে বড় এবং ক্ষতিকারক হলো ত্রুটিযুক্ত ইন্টারনেট সংযোগ। হাজার হাজার প্রতিভাবান সকল তরুণদের বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাস করে এমন ব্যক্তিদের স্বপ্ন বা প্রতিভাকে ঠিকঠাক কাজে লাগিয়ে তাদের লাভবান বা অর্থ উপার্জন করা সম্ভব হবে শুধু মাত্র শক্তিশালী নেটওয়ার্ক এর কারণে।কিছু ক্ষেত্রে গ্রামের কিছু ফ্রিল্যান্সারদের ধীরগতের ইন্টারনেটের কারণে অনেক ক্ষতি হয়ে যায়। যেমন ইন্টারনেট ধীরগতি হওয়ায় কিছু এমন জায়গাতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যেখানে তারা ক্লায়েন্টের সঙ্গে কথোপকথন করতে নেয়। তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তারা মুহূর্তেই ক্লায়েন্ট হারিয়ে ফেলে কিংবা হাতছাড়া করে ফেলে এবং তাদের পরিকল্পনা ও প্রকল্প বাতিল হয়ে যায়।

এর ফলে তারা লাভবান হওয়ার বদলে তাদের আয় ঘাটতি হয়ে যায় ও আয়ের উৎস হারিয়ে ফেলে।তবে স্টার লিংক খুব সহজেই এই পরিস্থিতিকে বদলে দিয়ে সহজ ও সুন্দর পরিস্থিতি তৈরি করতে সক্ষম হবে। কিছু কাজ রয়েছে যেমন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, ওয়েব এবং এপ্লিকেশন ডেভেলপমেন্ট, টেলি ওয়ার্ক বা অনলাইন শিক্ষা, সিএম ক্লিয়ার স্ক্রিন এইরকম সকল কাজগুলোই সম্পূর্ণ করতে খুব সহজ হয়ে উঠবে এবং সেই সাথে প্রতিযোগিতা মূলকও হবে। ফ্রিল্যান্সারদের হাতে স্টারলিংক হয়ে থাকবে আরো একটি শক্তিশালী অস্ত্র যার গতি স্থিতিশীল শক্তিশালী হবে। এর ফলে তারা আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং পেশা কখন করতে পারবে এবং এটি শুধু শহরেই নয়, গ্রামেও গড়ে ওঠা সম্ভব হয়ে উঠবে। বাংলাদেশে স্টার লিংক হবে প্রতিটি ঘরে ডিজিটাল স্বাধীনতার এক রশ্মি। সপবশেষে স্টার লিংক হবে ফ্রিল্যান্সারদের জন্য একটি নতুন দিগন্ত। 

দুর্যোগের সময়েও যোগাযোগ অব্যাহত থাকবে 

স্টারলিংক বাংলাদেশে এলে কি কি উপকার হবে, তার একটি বড় উপকারী দিক হলো দুর্যোগের সময়েও বা দুর্যোগ কালীন সময়েও যোগাযোগ অব্যাহত থাকবে। দুর্যোগের সময় যোগাযোগ বা ইন্টারনেট সংযোগ নির্বিচ্ছিন্ন রাখতে স্টার লিংক এক নতুন প্রযুক্তি। বাংলাদেশের প্রতিবছর কোথাও না কোথাও বন্যা, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস এর মত দুর্যোগ হয়ে থাকে। এই সকল দুর্যোগ কালীন সময়ে বাংলাদেশে প্রায় জায়গা দেই যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। অর্থাৎ এই সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগে বিঘ্ন ঘটা। কেননা এ সকল সময়ে অর্থাৎ দুর্যোগকালীন সময়ে দুর্যোগের কারণে মোবাইল ফোন বন্ধ হয়ে যায়, ফাইবার অপটিকাল কেবল ছিড়ে যায়। তাছাড়া এই সকল বিষয়ে সাহায্য পেতে ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন হবে। 

সবশেষে যত যাই হোক না কেন, স্টার লিংক এই সকল দুর্যোগের সময় ঘটে যাওয়া সকল সমস্যার একমাত্র সমাধান বা উত্তর হতে পারে। কেননা সাধারণত ইন্টারনেট সংযোগ এবং স্টার লিংক এর ইন্টারনেট সংযোগ এরমধ্যে পরিস্থিতির অনেক পার্থক্য রয়েছে। যেমন সাধারণ সংযোগে টাওয়ার এবং কেবলের মাধ্যমে ইন্টারনেট প্রদান করা হয়, যে কারণে ঝড় বৃষ্টির মত দুর্যোগে টাওয়ার এর নানান রকম সমস্যা হতে পারে। তবে অন্যদিকে স্টার লিংক কেবল মাত্র টাওয়ারে কাজ করে না, এটি সরাসরি স্যাটেলাইট থেকে সংযোগ প্রদান করে থাকে অর্থাৎ ষ্টার লিংক স্যাটেলাইট ভিত্তিক। 

কৃষি ক্ষেত্রে স্মার্ট কৃষির প্রসার, স্টারলিংক এর মাধ্যমে 

ধরা যায় বাংলাদেশের পুরো পরী অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। দেশের বিশাল সংখ্যক মানুষ, অর্থাৎ যারা গ্রামে বসবাস করে তারা প্রায়ই কিসের উপর নির্ভর হয়ে থাকে। তবে তথ্য প্রযুক্তি এবং আধুনিক সুযোগ সুবিধার অভাব এর কারনে সে সকল কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু যদি গ্রামে স্টার লিংক প্রযুক্তি আসে তাহলে এরকম সমস্যা বা পরিস্থিতি বদলে যেতে পারে মুহূর্তেই। উচ্চ গতির স্যাটেলাইট যুক্ত ইন্টারনেট এর মাধ্যমে কৃষকরা আরো বুদ্ধিমান হতে পারে সেই সাথে আগের তুলনায় আরো তথ্যবহুল হয়ে উঠতে পারে এবং কৃষক দের অধিক পরিমাণে লাভজনক করে তুলবে। স্টার লিংকের মাধ্যমে অনেক কিছুই কৃষকরা অর্জন করতে পারে, তার মধ্যে বিশেষ কিছু দিক রয়েছে। যেমন অনলাইনে কৃষি বিষয়ক সকল পরামর্শ বা এক্সেস পাবে। পেশাদার পরামর্শ এখন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমেই শোনা বা বোঝা যাবে। 

কারণ youtube অ্যাপস এর মাধ্যমে সকল বিষয়সহ কৃষি বিষয়ক নানান রকমের সঠিক পরামর্শ পাওয়া সম্ভব হবে। যেমন কিভাবে মাটির চাষ বা রোগ এড়াতে হয় সে সকল সম্পর্কে সহজে জানা যায়। বৃষ্টিপাত, খরা, ঘূর্ণিঝড়ের মতো নানা দুর্যোগের জন্য কৃষকরা যে উপায় সচেতন হতে পারবে তা আগে থেকে বিবেচনা করে জানতে পারবে। কিভাবে ঠিক সময় মতো বীজ রোপন করতে হয় এবং ঠিক সময় মতো ফসল পাওয়া যাবে সে সকল বিষয় সম্পর্কে ত্রুটিহীন পরামর্শ পাওয়া যাবে।তাই সে কারণে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা এবং ফসল নষ্ট হওয়ার ঝুঁকি অনেক অংশে হ্রাস পাবে। 

তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে নতুন উদ্যোক্তা তৈরি হবে 

তথ্য-প্রযুক্তির-উন্নতির-ফলে-নতুন-উদ্যোক্তা-তৈরি-হবে


যেখানে আইটি পরিষেবা নেই কিংবা আইটি পরিষেবা অর্জন করা যাচ্ছে না সেখানে নতুন উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে আইটি সেন্টার খোলা সম্ভব। তরুণদের আইটি সেক্টরে কোন কোর্স করতে হলে সোজাসুজি শহরের দিকে অগ্রসর হতে হয়। কেননা গ্রামের দিকে দুর্বল বিচ্ছিন্ন পূর্ণ ইন্টারনেট সংযোগ থাকায় আইটি সেন্টার থাকেনা। সে কারণে তরুণরা গ্রামে থেকে বিভিন্ন আউটসোর্সিং কিংবা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে পারেনা। নতুন কর্মস্থানে সন্ধানে রাজধানী ঢাকার এখানে ওখানে তরুণদের আর দৌড়াতে হবে না। 

কারণ এখন স্টার্লিংক এর সাহায্যে গ্রামে তো এই সকল পরিষেবা অর্থাৎ আইটি সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আইটি এর সকল সেবা গ্রহণ করা তো সম্ভব বটেই এবংকি কেউ চাইলেই সে তার নিজস্ব বাড়িতে আইটি সেন্টার ও সংস্থা বা অনলাইন ব্যবসা শুরু করতে পারে অথবা খোলার সুযোগ পাবে।ঘরে বসেই তরুণরা স্টার লিংক ইন্টারনেট এর সাহায্যে শুরু করতে পার অনলাইন থেকে ইনকাম করার বিভিন্ন রাস্তা। যেমন ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এ স্টার্ট আপ, কনটেন্ট রাইটিং সহ বিভিন্ন আউটসোর্সিং কাজ। 

স্টারলিংক এর সাহায্যে দেশের প্রশাসনিক কাজের উন্নতি 

আরো পড়ুন : স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি

বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে সরকার থেকে পরিচালিত ই-গভর্নেন্স বা ডিজিটাল সিস্টেম, প্রশাসনিক কাজের অনেক গতি বাড়িয়েছে। তবে রাজধানীতে উল্লেখযোগ্য কিছু পরিষেবা অনলাইন ভিত্তিক হয়ে উঠেছে। তবে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম চলছে না। ইউনিয়ন গুলোতে ইন্টারনেট না থাকায় বিভিন্ন সমস্যা আছে। স্টারলিংক বাংলাদেশে এলে কি উপকার হবে, এই উদাহরণটি তার একটি বড় বিষয়। জানো সনদ কিংবা জাতীয় পরিচয় পত্র আবেদন করতে সাধারণ মানুষ নানান রকম বাধাগ্রস্তে পড়েন। আবার উপজেলায় ভূমি অফিসে ডিজিটাল রেকর্ড দেখতেও অনেক ধরনের সমস্যা হয়। কেননা যেখানটায় ইন্টারনেটের পরিবর্তে অফলাইনে সকল প্রক্রিয়াকরণ করা হয় তাই ওইসব ক্ষেত্রে বিভিন্ন বাধা দেখা দেবে এটাই স্বাভাবিক। 

তবে এই সকল সমস্যা ডিজিটাল হওয়ায় প্রশাসনে একটি নতুন যুগ তৈরি হবে স্টার লিংক এর সাহায্যে। অতীতে যখন ইউনিয়ন পরিষদে একটি ফাইল পূরণ করতে দিনের পর দিন ঘুরতে হতো, তবে এখন কেবলমাত্র অনলাইনে কম্পিউটারের মাধ্যমে স্টার লিংক এর সাহায্যে কয়েকটি ক্লিকেই সবকিছু সম্পূর্ণ করা সম্ভব হবে। সবশেষে বলা যায় স্টার লিঙ্ক বাংলাদেশের সব মিলিয়ে সমগ্র জাতির এখনকার তুলনায় অধিক বেশি উন্নতি সাধন করবে। তাই আমাদের সকলের উচিত স্টার লিংক ইন্টারনেট সংযোগের দিকে অগ্রসর হওয়া। 

আমাদের শেষ কথা 

স্টারলিংক শুধুমাত্র একটি ইন্টারনেট সংযোগ নয়, এটি হলো পুরো দুনিয়া আমাদের হাতের মুঠোয় এনে দেওয়ার এক নতুন প্রযুক্তি। যদিও সাধারণ ইন্টারনেট সংযোগের তুলনায় স্টারলিংক এ একটু খরচ বেশি, তবুও আমার মতে ত্রুটিহীন, নির্বিচ্ছন্ন ভাবে অনলাইনে কোন কাজ সম্পূর্ণ করতে চাইলে সে ক্ষেত্রে স্টারলিংকই হতে পারে চোখ বন্ধ করে ভরসা করার মতো একমাত্র পথ।

উপরের আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের এই পোস্টটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং সম্পূর্ণ আর্টিকেল পড়া শেষে নিচে এই পোস্ট বিষয়ে আপনার মূল্যবান মতামত দিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ক্লাসিক টেক বিডি এর নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url